আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইমেন ফর উইমেন রাইটস এর উদ্যোগে সিলেট নগরীতে তিনদিন ব্যাপী ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা শরু হয়েছে।
গতকাল (৭মার্চ বৃহস্পতিবার) নগরীর পশ্চিম সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিইনটি সেন্টারে আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, উইমেন ফর উইমেন রাইটস সভানেত্রী সামিয়া চৌধুরী, মেলার আহ্বায়ক আরমান আরা জলি, নূরুন্নাহার ঝুমুর, এলি ইসলাম, রেশমা জান্নাতুর রুমা প্রমুখ।
উইমেন ফর উইমেন রাইটস এর আয়োজিত এ 'ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্য মেলা' প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। তিনদিন ব্যাপী এই মেলা ৯মার্চ শনিবার রাত দশটা পর্যন্ত চলবে।
মেলায় স্টলগুলো মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, জুয়েলারি, হস্তশিল্প, হোম মেইড ফুড, ফুল ও বইয়ের বিপুল সমাহার।