সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি জলমহালের দখল নিয়ে মীর্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজনের মৃত্যু ও উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় মীর্জাপুর গ্রামের লোকজন বাংলাবাজার এলাকার জলমহালে (মাছধরার বিল) বাশ কাঠা ফেলে দখল করতে গেলে রফিনগর গ্রামবাসী তাতে বাধা দেয়। পরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর হামলা করে। এতে একজন মারা যায় ও বিশজন আহত হয়। রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার বলেন, বাংলাবাজার জলমহালের দখল নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবত উত্তেজনা চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোন সমাধান হয়নি। আজ সকালে জলমহালের মীর্জাপুর গ্রামের লোকজন নৌকায় বাশ কাঠা ফেলে জলমহাল দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন মারা যায় তার নাম পরিচয় এখনো জানা যায়নি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষে একজন মারা গেছে আর কুড়িজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে পরিস্থিতি শান্ত রয়েছে।