সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে আজ শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯২ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ী মহিলাকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যর ভিতিতে বিষেশ অভিযানটি পরিচালনা করে অপরাধীকে হাতেনাতে ধরতে সক্ষম হয়।
প্রসাশনের তথ্যমতে জানা যায়,আজ সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় দিরাই থানার সিনিয়ার ওয়ারেন্ট অফিসার আশরাফের নেতৃত্বে দিরাই উপজেলার ৮ নং ওয়ার্ডের গোলাপ নগর গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযানে চালিয়ে মতিয়া বেগম নামে এক মহিলাকে ৯২ পিছ ইয়াবা সহ আটক করা হয়। জানা যায় আটক মহিলা মতিয়া বেগম বিগত ১০ বছর যাবত ইয়াবা ব্যবসা করে আসছেন।
মতিয়া বেগম দিরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের গোলাপনগর গ্রামের আব্দুল হকের স্ত্রী।
পরবর্তীতে, আটককৃত ব্যক্তিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে দিরাই থানায় এসআই আব্দুল্লাহর নিকটে হস্তান্তর করা হয়।দ্রুত তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।