মো. সাজ্জাদ হোসেন শাহ্, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া, চারাগাও এবং বীরেন্দ্রনগর (বাগলী) তিন শুল্ক স্টেশন দিয়ে সরকার পতনের দিন থেকে চুনাপাথর আমদানি বন্ধ রেখেছিল ভারতীয় রপ্তানিকারকগণ।
ফলে তিন শুল্ক স্টেশনের আমদানিকারকসহ কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে মনোবেতর জীবনযাপন করে আসছিল।
এরপর আজ সোমবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশী আমদানিকারক ও ভারতীয় রপ্তানিকারকদের এক জরূরী সভায় আমদানিকারগণ ভারতীয় রপ্তানিকারকদের বাংলাদেশে ভারতীয় চুনাপাথরবাহী ট্রাক প্রবেশে কোনো প্রকার সহিংসতার ঘটনা ঘটবেনা বলে আশ্বস্থ করলে সকাল ১১ টায় তিন শুল্ক স্টেশনের মধ্যে বড়ছড়া এবং চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে স্বল্প পরিসরে রপ্তানি কার্যক্রম শুরু করে।
এ সময় তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির নব নিযুক্ত সভাপতি হাজী খসরুল আলম, সিনিয়র সহসভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী সবুজ আলম, সমিতির সচিব রাজেশ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।