মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রায়কুল হুসাইন পাঠান তার ফেসবুকে লিখেছেন শেখ মুজিবের খুনিদেরকে খুঁজলে আওয়ামী লীগের মাঝি পাওয়া যায়,৭১ সালে দেশবিরোধী রাজাকারের বাচ্চারারে খুঁজলে আওয়ামী লীগের মাঝে পাওয়া যায়,এই আওয়ামী লীগ অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বর্তমানে দেশে যে হারে সাধারণ মানুষ ও আলেম-ওলামাদেরকে নির্বিচারে যেভাবে খুন ও গুম করতেছে,আমি নিঃসন্দেহে বলতে পারি আওয়ামী লীগ একটা দেশদ্রোহী সংগঠন। সেই লেখার উপর বৃত্তি করে গত ২০২৩ অক্টোবরের 18 তারিখ দিবাগত রাত শেখ হাসিনার নির্দেশে গ্রেফতার করা হয়, ২০২৪ সালে ৭ই আগস্ট জামিনে মুক্তি পান মোহাম্মদ রায়কুল হোসাইন পাঠান।
জেল থেকে বের হওয়ার পর রায়কুল হোসেন পাঠান কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্কুল কলেজের মাসুম বাচ্চাদের আত্মত্যাগে আমরা কারাগার থেকে মুক্তি পেয়েছি। আমি যখন জেলে ছিলাম, তখন আমার খোজ খবর নিয়েছেন খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আমাদের ভাটি অঞ্চলের নয়নের মণি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব সহ কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মী ও নেত্রকোণা জেলা বিএনপির নেতাকর্মী ও খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতাকর্মী আমার জামিনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সেই সাথে অনেকেই আমাকে জেল হাজতেও দেখেছেন। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞা প্রকাশ করছি। আমার বাবা আলী আজগর পাঠান( আবুল) ছিলেন বিএনপির নেতা, আমিও সারাজীবন বিএনপির রাজনৈতি করে যাবো ইনশাআল্লাহ।
খালিয়াজুরী উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রায়কুল হুসাইন পাঠান ৭ই আগস্ট জামিনে মুক্তি পাওয়ার পর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেন, সেই সাথে মোহাম্মদ রায়কুল হুসাইন পাঠান কে ফুল দিয়ে বরন করেন।
প্রশংসা ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।