স্টাফ রিপোর্টার :: দীর্ঘদিন ধরে মানবাধিকার, সাম্প্রদায়িকতা ও মৌলোবাদ বিরোধী লেখালেখি করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার গ্রামের নৃপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে নিশিত সরকার মিঠু। নিশিত বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে দুর্গাপুজাসহ বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে শাল্লা, কুমিল্লার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমনের ঘটনা এবং সাম্প্রদায়িক হত্যাকাণ্ডগুলোর প্রতিবাদে সোশাল মিডিয়ায় ও বিভিন্ন প্রতিবাদ সমাবেশে সক্রিয় উপস্থিতি ছিল নিশিত সরকার মিঠুর।
সম্প্রতি, ইসরাইলের উপর হামাসে হামলার পর ইউকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নিহত ইসরাইলিদের পাশে দাড়িয়ে দেয়া বক্তব্যের ভিডিও শেয়ার করেন নিশিত । এতে তার উপর ক্ষিপ্ত হয় বাংলাদেশের মৌলবাদীরা নিশিতের পরিবারের সদস্যদের উপর হামলার চেস্টা করে। এবং নিশিতকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হুমকি দেয়। তারা বলে- নিশিত সরকার দেশে ফিরলে তার শিরোচ্ছেদ করা হবে। এ ঘটনার পর থেকে নিশিতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
প্রসঙ্গত, মৌলবাদ বিরোধী লেখার জন্য জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন বর্তমানে বাংলাদেশ ছেড়ে ভারতে নির্বাসিত রয়েছেন। এছাড়াও লেখক অভিজিৎ রায়, রাজীব হায়দার, সিলেটের অনন্ত বিজয় দাসসহ অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখক, ব্লগারকে একের পর এক হত্যা করেছে একটি মৌলবাদী গোষ্ঠী। এখনো বাংলাদেশ সরকার এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে পারেনি।