স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জ জেলার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট শনিবার সকাল ১০টায় স্থানীয় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হবিগঞ্জ জেলার সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আমাদের উপর জুলুম নির্যাতনের জবাব আমরা কারো উপর জুলুম করে নয়।সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ১৭ বছরের অত্যাচারের প্রতিশোধ নেব।তারা বলেন আ.লীগ স্বৈরাচার শাসকে রূপান্তরিত হয়েছিলো কিন্ত এ দেশের আপমার ছাত্র জনতা হাসিনার সকল অপকর্মের জবাব দিয়েছে তাদের কে টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান,জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ,জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্রনেতা রবিউল হাসান,সহকারী সেক্রেটারি কাজী আব্দুর রব বাহার,জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুস শহিদ,জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আলী আজম সিদ্দিকী, কর্মপরিষদ সদস্য ও বারবাব নির্বাচিত ৩ নং বানিয়াচং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফুর রহমান, চুনারুঘাট উপজেলা আমীর আ.স.ম কামরুল ইসলাম,পৌর জামাযাতের আমীর আতিকুল ইসলাম সোহাগ,বানিয়াচং উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাসলিম আলম মাহদী, সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট আল রেজা মোঃ হিমেল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি বৃন্দ যথাক্রমে মোঃ খলিলুর রহমান,এ.কে.এম জমিলুন্নবী ফয়সল, ফুয়াদ হাসান, আব্দুল হাফিজ ভূইয়া, নুরুল হুদা আফজল, হাফেজ মিজানুর রহমান, সাবেক জেলা শিবিরের সেক্রেটারি বৃন্দ যথাক্রমে হুসনুল আনাম খান, নাজমুল হাসান জাবেদ, এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম সহ হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক শতাধিক দায়ীত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।