হুমায়ূন কবীর ফরীদি
বিগত ২১ দিন ধরে জগন্নাথপুর এর ১৩ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এবিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর পিতা থানায় জিডি করেছেন।
জানাযায়, সুনামগঞ্জ জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া নিবাসী মোঃ মনির হোসেন মুন্নার ছেলে স্থানীয় টিএম হিফজুল কোরান একাডেমির হিফজ শাখার শিক্ষার্থী মেহেদী হাসান(১৩) প্রতিদিনের ন্যায় বিগত ১৩ ই মে সকালে নিজ বাড়ী হইতে এই শিক্ষা প্রতিষ্ঠান এর উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরেনি। এর পর থেকে পরিবার এর লোকজন মাদ্রাসা ও আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। নিরুপায় হয়ে নিখোঁজ শিক্ষার্থীর পিতা মনির হোসেন ছেলের সন্ধান পেতে গত ৩০ শে মে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কোনো সুহৃদ ব্যক্তি নিখোঁজ মেহেদী হাসান এর সন্ধান পেলে নিম্নের মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মেহেদী হাসান (১৩) এর সন্ধান পাওয়া যায়নি।
যোগাযোগ এর জন্য মোবাইল নাম্বার -০১৭১২৪৫৪৩২৪।
এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থী মেহেদী হাসান এর পিতা মনির হোসেন মুন্না একান্ত আলাপকালে বলেন, বিগত ১৩ ই মে সকালে মাদ্রাসায় যাওয়ার পথে আমার ছেলে নিখোঁজ হয়েছে। এর পর থেকে তাকে কোথাও খোঁজে পাচ্ছি না। থানায় জিডি করেছি। আমার ছেলেকে ফিরে পেতে অনবরত খুঁজে ফিরছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, মেহেদী হাসান (১৩) নামক নিখোঁজ শিক্ষার্থীর পিতা মনির হোসেন মুন্না ছেলেটিকে ফিরে পেতে থানায় জিডি করেছেন। নিখোঁজ ছেলেটির সন্ধান পেতে আমরা কাজ করছি।