Sylhet 12:34 am, Wednesday, 15 January 2025

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল বিদেশি মদের চালানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের মরতুজ আলীর ছেলে মহরম আলী (২৩) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রৌয়াইল গ্রামের রমেন্দ্র নারায়ন সরকারের ছেলে অপেন সরকার (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, ১৯ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটায় তাহিরপুর থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স-ব্লু মদসহ ২ যুবককে গ্রেফতার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আজ ২০ মার্চ বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ঠাকুরভোগে মাদকের রমরমা ব্যবসা, ধ্বংশের পথে যুব সমাজ

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : 09:14:06 am, Wednesday, 20 March 2024

সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল বিদেশি মদের চালানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের মরতুজ আলীর ছেলে মহরম আলী (২৩) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রৌয়াইল গ্রামের রমেন্দ্র নারায়ন সরকারের ছেলে অপেন সরকার (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, ১৯ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটায় তাহিরপুর থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স-ব্লু মদসহ ২ যুবককে গ্রেফতার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আজ ২০ মার্চ বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।