লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ “হেঁটে হেঁটে লালাখাল” স্লোগানে সিলেট থেকে পায়ে হেঁটে ৩৮ কি.মি. পথ অতিক্রম করে বিজয়ী ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অরণ্যে ঘেরা এক চা-শ্রমিকের বাড়ি প্রাঙ্গণে তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দয়া হয়।
স্বাস্থ্য সচেতনতা আর সক্রিয় জীবনের বার্তা ছড়িয়ে দিতে শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে এই অনন্য উদ্যোগ। আজ শুক্রবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার ও সম্মাননা প্রাপ্তরা হলেন- ফখরুল ইসলাম, মো. শাহিন আজাদ, ডক্টর মমিন সাহেব, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা) মো. আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ ও মাওলানা ঈসা তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
বক্তৃরা বলেন, সুস্থ ও রোগের জটিলতা মুক্ত জীবনের জন্য হাঁটার কোনো বিকল্প নেই। সকালের নির্মল বাতাসে জগিং মানুষের মনকে প্রফুল্ল করে প্রাণশক্তি ফিরিয়ে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুল জব্বার চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, রুম্মান চৌধুরী, সুফি আহমদ রানা, শাহীন আজাদ, ড. মমিনুল হক, পাভেল কোরেশী, আব্দুল মালেক, মো. আবুল কালাম, আব্দুল হান্নান, সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে, পাভেল আহমদ, মুহিবুর রহমান, আলমগীর হোসেন, ড. মাসুদ রানা, ইমরান চৌধুরী, সয়েফ রব, আমিনুল ইসলাম, মোস্তফা আহমদ, জাকিরুল ইসলাম, আহমদ হোসেন, জালাল আহমদ,মোহাম্মদ ওলীউর রহমান, মাসুক আহমদ, খলিলুর রহমান ফয়সল, লিয়াকত হোসেন, আতিকুর রহমান, হাবিবুর রহমান জুনেদ, দিলাল আহমদ, সিহাব চৌধুরী, প্রমুখ।