Sylhet 12:54 pm, Monday, 6 January 2025

মধ্যনগরে চার লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে হুলাকান্দা সংলগ্ন সুমেশ্বরী নদীর তীর থেকে স্টীলের নৌকায় ৭৯ বস্তা ভারতীয় চিনি পাচারকালে নৌকা সহ জব্দ করা হয়।জব্দকৃত প্রতিটি৫০কেজি চিনির বস্তার আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা।৭৯বস্তায় সর্বমোট মূল্য তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রায়।এবং স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকাটির আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।মধ্যনগর থানার মামলা নং-০৩/০৩/০১/২৫,১৯৭৪এর বিশেষ ক্ষমতা আইনে25B(1)(b)(2)/25D রুজু করা হয়।মামলার তদন্তে রয়েছেন এসআই/মোঃ আসাদুল ইসলাম।

বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মধ্যনগরে চার লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ

প্রকাশের সময় : 09:33:11 am, Saturday, 4 January 2025

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে হুলাকান্দা সংলগ্ন সুমেশ্বরী নদীর তীর থেকে স্টীলের নৌকায় ৭৯ বস্তা ভারতীয় চিনি পাচারকালে নৌকা সহ জব্দ করা হয়।জব্দকৃত প্রতিটি৫০কেজি চিনির বস্তার আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা।৭৯বস্তায় সর্বমোট মূল্য তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রায়।এবং স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকাটির আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।মধ্যনগর থানার মামলা নং-০৩/০৩/০১/২৫,১৯৭৪এর বিশেষ ক্ষমতা আইনে25B(1)(b)(2)/25D রুজু করা হয়।মামলার তদন্তে রয়েছেন এসআই/মোঃ আসাদুল ইসলাম।

বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান।