Sylhet 3:57 am, Friday, 10 January 2025

দিরাইয়ে জামাত নেতা শিশির মিনির এর পক্ষে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ২নং টংগর ওয়ার্ডের অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভাটি অঞ্চলের নয়নের মণি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লায় জামাত মনোনয়ন পদপ্রার্থী শিশির মনির। এময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড জামাতের সভাপতি হাজী মোঃ আবলাইছ মিয়া,দিরাই শাল্লা উন্নয়ন ফাউন্ডেশনের নেতা মির্জা হুসেন। কুলঞ্জ ইউনিয়নের জামাতের সহ-সম্পাদক সৈয়দ তাহির আলী। কুলঞ্জ জামাতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া। জামায়াত কর্মী আলী আকবর প্রমুখ!! কুলঞ্জ জামাতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া বলেন, গরীব দুঃখী অসহায় মানুষের বিপদের বন্ধু জনাব শিশির মনির সাহেবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ায় অসহায় মানুষের উষ্ণ হাসি আমাদের হৃদয় ছুঁয়েছে। এই উদ্যোগকে বাস্তবায়ন করতে জনাব শিশির মনির সাহেবের প্রতি কৃতজ্ঞতা। আমি দিরাই শাল্লা সকল শ্রেণীর মানুষকে বলবো, অবহিত দিরাই শাল্লাকে উন্নয়নের দিকে নিতে চাইলে ব্যারিস্টার শিশির মনির সাহেবের বিকল্প নেই।। কারণ আপনারা দেখুন, বাংলাদেশে উন্নয়ন হলেও দিরাই শাল্লার মানুষ এখনও উন্নয়ন থেকে বঞ্চিত। আপনার দিরাই শাল্লা প্রতিটি গ্রামে গিয়ে ঘুরে আসুন, কিছু জায়গায় এখনও মানুষ কাদামাটি রাস্তায় চলাচল করতে হচ্ছে। বিশেষ করে আমাদের মিলনগঞ্জ তারাপাশা বাজার থেকে দিরাই যেতে হলে নৌকায় গেলে ২ ঘন্টার উপরে আর মোটরসাইকেলে গেলে কিপরিমাণ কষ্ট বলে শেষ করা যাবেনা। আমি মনে করি দিরাই শাল্লা উন্নয়ন করতে জনাব শিশির মনির সাহেবের দরকার। কুলঞ্জ ইউনিয়নের জামাতের সহ-সম্পাদক সৈয়দ তাহির আলী বলেন, শিশির মনির সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমার ভাটি অঞ্চলের মানুষ এক ফসলি জমির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করি। আমরা যোগে এরপর উন্নয়নের দিক থেকে বঞ্চিত। তাই উন্নয়নের দিকে আমাদের যেতে হলে শিশির মনির সাহেবের বিকল্প নেই। ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজী মোঃ আবলাইছ মিয়া বলেন, আমরা ভাটি অঞ্চলের মানুষ, আমরা যোগাযোগ ধরে উন্নয়নের হাত থেকে বঞ্চিত। দিরাই শাল্লা উন্নয়ন করতে হলে শিশির মনির সাহেবকেই নির্বাচিত করতে হবে। দিরাই শাল্লা উন্নয়ন ফাউন্ডেশনের নেতা মির্জা হুসেন বলেন, আমি বাস্তবে খুব কাছ থেকে দেখেছি ব্যারিস্টার শিশির মনির সাহেব একজন সাদা মনের মানবিক মানুষ। তাই আমরা শিশির মনির সাহেবকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লা নির্বাচিত করা।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জুড়ীতে বড় ভাইয়ের দায়ের কুপে ছোটভাই যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

দিরাইয়ে জামাত নেতা শিশির মিনির এর পক্ষে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : 02:43:36 pm, Thursday, 9 January 2025

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ২নং টংগর ওয়ার্ডের অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভাটি অঞ্চলের নয়নের মণি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লায় জামাত মনোনয়ন পদপ্রার্থী শিশির মনির। এময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড জামাতের সভাপতি হাজী মোঃ আবলাইছ মিয়া,দিরাই শাল্লা উন্নয়ন ফাউন্ডেশনের নেতা মির্জা হুসেন। কুলঞ্জ ইউনিয়নের জামাতের সহ-সম্পাদক সৈয়দ তাহির আলী। কুলঞ্জ জামাতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া। জামায়াত কর্মী আলী আকবর প্রমুখ!! কুলঞ্জ জামাতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া বলেন, গরীব দুঃখী অসহায় মানুষের বিপদের বন্ধু জনাব শিশির মনির সাহেবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ায় অসহায় মানুষের উষ্ণ হাসি আমাদের হৃদয় ছুঁয়েছে। এই উদ্যোগকে বাস্তবায়ন করতে জনাব শিশির মনির সাহেবের প্রতি কৃতজ্ঞতা। আমি দিরাই শাল্লা সকল শ্রেণীর মানুষকে বলবো, অবহিত দিরাই শাল্লাকে উন্নয়নের দিকে নিতে চাইলে ব্যারিস্টার শিশির মনির সাহেবের বিকল্প নেই।। কারণ আপনারা দেখুন, বাংলাদেশে উন্নয়ন হলেও দিরাই শাল্লার মানুষ এখনও উন্নয়ন থেকে বঞ্চিত। আপনার দিরাই শাল্লা প্রতিটি গ্রামে গিয়ে ঘুরে আসুন, কিছু জায়গায় এখনও মানুষ কাদামাটি রাস্তায় চলাচল করতে হচ্ছে। বিশেষ করে আমাদের মিলনগঞ্জ তারাপাশা বাজার থেকে দিরাই যেতে হলে নৌকায় গেলে ২ ঘন্টার উপরে আর মোটরসাইকেলে গেলে কিপরিমাণ কষ্ট বলে শেষ করা যাবেনা। আমি মনে করি দিরাই শাল্লা উন্নয়ন করতে জনাব শিশির মনির সাহেবের দরকার। কুলঞ্জ ইউনিয়নের জামাতের সহ-সম্পাদক সৈয়দ তাহির আলী বলেন, শিশির মনির সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমার ভাটি অঞ্চলের মানুষ এক ফসলি জমির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করি। আমরা যোগে এরপর উন্নয়নের দিক থেকে বঞ্চিত। তাই উন্নয়নের দিকে আমাদের যেতে হলে শিশির মনির সাহেবের বিকল্প নেই। ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজী মোঃ আবলাইছ মিয়া বলেন, আমরা ভাটি অঞ্চলের মানুষ, আমরা যোগাযোগ ধরে উন্নয়নের হাত থেকে বঞ্চিত। দিরাই শাল্লা উন্নয়ন করতে হলে শিশির মনির সাহেবকেই নির্বাচিত করতে হবে। দিরাই শাল্লা উন্নয়ন ফাউন্ডেশনের নেতা মির্জা হুসেন বলেন, আমি বাস্তবে খুব কাছ থেকে দেখেছি ব্যারিস্টার শিশির মনির সাহেব একজন সাদা মনের মানবিক মানুষ। তাই আমরা শিশির মনির সাহেবকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লা নির্বাচিত করা।