সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের
১/২/৩/ নং ওয়ার্ডের অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভাটি অঞ্চলের নয়নের মণি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লায় জামাত মনোনয়ন পদপ্রার্থী কেন্দ্রীয় সাবেক ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শিশির মনির।
এময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের জামাতের সহসভাপতি আছকির উদ্দিন, ছমির উদ্দিন ১নং ওয়ার্ডের জামাতের প্রচার সম্পাদক। ২নং ওয়ার্ড জামাতের সভাপতি হাজী মোঃ আবলাইছ মিয়া,দিরাই শাল্লা উন্নয়ন ফাউন্ডেশনের নেতা মির্জা হুসেন। কুলঞ্জ
ইউনিয়নের জামাতের সহ-সম্পাদক সৈয়দ তাহির আলী। কুলঞ্জ ইউনিয়নের জামাতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া। মোঃ মুজিব মিয়া, ৩ নং ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক।মোঃ আব্দুল্লাহ মিয়া, ৩ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক। জামায়াত কর্মী আলী আকবর। মুতিউর রহমান প্রমুখ!!
কুলঞ্জ জামাতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া বলেন, গরীব দুঃখী অসহায় মানুষের বিপদের বন্ধু জনাব শিশির মনির সাহেবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ায় অসহায় মানুষের উষ্ণ হাসি আমাদের হৃদয় ছুঁয়েছে।
এই উদ্যোগকে বাস্তবায়ন করতে জনাব শিশির মনির সাহেবের প্রতি কৃতজ্ঞতা।
আমি দিরাই শাল্লা সকল শ্রেণীর মানুষকে বলবো, অবহিত দিরাই শাল্লাকে উন্নয়নের দিকে নিতে চাইলে শিশির মনির সাহেবের বিকল্প নেই।। কারণ আপনারা দেখুন, বাংলাদেশে উন্নয়ন হলেও দিরাই শাল্লার মানুষ এখনও উন্নয়ন থেকে বঞ্চিত। আপনার দিরাই শাল্লা প্রতিটি গ্রামে গিয়ে ঘুরে আসুন, কিছু জায়গায় এখনও মানুষ কাদামাটি রাস্তায় চলাচল করতে হচ্ছে। বিশেষ করে আমাদের মিলনগঞ্জ তারাপাশা বাজার থেকে দিরাই যেতে হলে নৌকায় গেলে ২ ঘন্টার উপরে আর মোটরসাইকেলে গেলে কিপরিমাণ কষ্ট বলে শেষ করা যাবেনা। আমি মনে করি দিরাই শাল্লা উন্নয়ন করতে জনাব শিশির মনির সাহেবের দরকার।
কুলঞ্জ ইউনিয়নের জামাত শিবিরের সহ-সম্পাদক সৈয়দ তাহির আলী বলেন, শিশির মনির সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমার ভাটি অঞ্চলের মানুষ এক ফসলি জমির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করি। আমরা যোগে এরপর উন্নয়নের দিক থেকে বঞ্চিত। তাই উন্নয়নের দিকে আমাদের যেতে হলে ব্যারিস্টার শিশির মনির সাহেবের বিকল্প নেই।
২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজী মোঃ আবলাইছ মিয়া বলেন, আমরা ভাটি অঞ্চলের মানুষ, আমরা যোগাযোগ ধরে উন্নয়নের হাত থেকে বঞ্চিত। দিরাই শাল্লা উন্নয়ন করতে হলে শিশির মনির সাহেবকেই নির্বাচিত করতে হবে।
দিরাই শাল্লা উন্নয়ন ফাউন্ডেশনের নেতা মির্জা হুসেন বলেন, আমি বাস্তবে খুব কাছ থেকে দেখেছি শিশির মনির সাহেব একজন সাদা মনের মানবিক মানুষ। তাই আমরা শিশির মনির সাহেবকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লা নির্বাচিত করা।