শাল্লা উপজেলা সদরে দাড়াইন নদীর ডান তীরে চলমান ফ্রিএ্যাপ কাজ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ২এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক।
১০ জানুয়ারি শুক্রবার চল মান এ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে বলেন দাড়াইন নদীতে ফ্রিএ্যাপ প্রকল্পের আওতায় ৩৭০০ মিটার কাজ ৪০ কোটি টাকা ব্যয়ে ২ টি প্লাট ফিউজ এর মাধ্যমে নির্মিত হবে।
তিনি আরো বলেন যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না আশে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারব, উক্ত কাজ সম্পন্ন হলে ছায়ার হাওর এলাকায় প্রতিবছর আগাম বন্যায় বাঁধ ভেঙে বোর ধান তলিয়ে যাওয়ার যে আশংকা থাকে সে আশংকা থেকে অনেকটাই মুক্ত থাকবে হাওর পাড়ের কৃষক।
পরিদর্শন কালে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাহান আহমেদ, শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রিপন আলী, উক্ত কাজ বাস্তবায়ন কারি ঠিকাদারী প্রতিষ্ঠান নোনা ট্রেডার্স প্রোঃ ভজন তালুকদার, ইন্ডেপিন্ডেট টেলিভিশন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাকির হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।