সিলেটের মাঠে দুইদিন ব্যাপী শাল্লা উপজেলা সদরের সনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০০সালের ব্যাচ থেকে শুরু করে ২০২১ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ইন্টার ব্যাচ ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । যেখানে ২০০০ থেকে ২০২১ সালের ব্যাচ পর্যন্ত মোট ২২ টি ব্যাচ অংশগ্রহণ করে । উক্ত টুর্নামেন্টে সবার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের গুণীজন ও ফুটসাল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনকারী শ্রদ্ধাভাজন সাবেক প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাস রায় স্যার ও সাবেক সিনিয়র শিক্ষক (গণিত) সুনীল চন্দ্র দাস স্যার সহ বিদ্যালয়ে শিক্ষার্থী, সুধী সমাজ,শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। । সবার উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট টি পরিনত হয় শাল্লাবাসীর মিলন মেলায়। প্রতিষ্ঠানের শত শত সাবেক ছাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই খেলায় অংশগ্রহণ করার জন্য।
টুর্নামেন্টে উদ্বোধনের পূর্বে সবার প্রিয় শাল্লার প্রাথমিক শিক্ষা অঙ্গনের মায়ার ভাই সাম্প্রতিক সময়ে সকলের মায়া ছিন্নকারী রাজীব দাসের স্মরণে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত খেলা আয়োজক সহ অংশগ্রহণকারীরা একে অন্যেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে টুর্নামেন্ট আয়োজনকারী সকল সাবেক শিক্ষার্থী বৃন্দ আগামীতে আরো জাকজমকপুর্ন অনুষ্ঠান আয়োজনের আশা ব্যাক্ত করেন।
জাকারিয়া /১০/০১/২৫