সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কনফারেন্স হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৫ সম্পূর্ণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে মডেল কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিনের সঞ্চালনায় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে ইমামগণের উপস্থিতিতে ৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম বাছাইকৃত কাজ সম্পূর্ণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক,উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ, সাধারণ কেয়ারটেকার মাওলানা আবুবকর ছিদ্দিক, মাওলানা আবদুল হামিদ,সহ প্রমুখ।
অত্র অনুষ্ঠানে ক্বোরআন তিলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন,হামদেবারী পাঠকরেন আশরাফ আলী।