Sylhet 1:30 am, Wednesday, 15 January 2025

সরাইলে পলিথিন কারখানায় অভিযান’লাখ টাকা জরিমান

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে কারখানায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। শনিবার (১১ জানুয়ারি) সাড়ে ৩টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়াএলাকায় একটি কারখানায় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় মালিককে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ দেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়।অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পলিথিন কারখানার সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং সিলগালা করা হয়। জব্দকৃত মালামাল সরাইল থানার জিম্মায় রাখা হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতক করণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আওতায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন উৎপাদনের কাঁচামাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিনি আরো জানান, এ ধরনের অভিযান প্রশাসনের অব্যাহত থাকবে।এ অভিযানে উপস্থিত ছিলেন- সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে ২০০২ সালে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ঠাকুরভোগে মাদকের রমরমা ব্যবসা, ধ্বংশের পথে যুব সমাজ

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সরাইলে পলিথিন কারখানায় অভিযান’লাখ টাকা জরিমান

প্রকাশের সময় : 12:59:12 pm, Tuesday, 14 January 2025

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে কারখানায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। শনিবার (১১ জানুয়ারি) সাড়ে ৩টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়াএলাকায় একটি কারখানায় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় মালিককে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ দেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়।অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পলিথিন কারখানার সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং সিলগালা করা হয়। জব্দকৃত মালামাল সরাইল থানার জিম্মায় রাখা হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতক করণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আওতায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন উৎপাদনের কাঁচামাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিনি আরো জানান, এ ধরনের অভিযান প্রশাসনের অব্যাহত থাকবে।এ অভিযানে উপস্থিত ছিলেন- সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে ২০০২ সালে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়।