জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, দরকারও নেই। ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে। সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো, ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি এখনো, এখনো চাঙা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্য এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এটা নিয়ে সর্বসম্মতিক্রমে দেশের সামনে আসতে পারি তা দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো। সবাই দেখবে যে, এ জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। তা সারা দুনিয়াকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই।