Sylhet 3:55 pm, Wednesday, 22 January 2025

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

এছাড়া শেখ হাসিনা এখন কোন স্ট্যাটাসে সেখানে আছেন, সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনও মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে, করতে পারে।
ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন।

আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কি না, আমার জানা নেই।
ভারতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে অনুমোদনে দেশটি দেরি করছে কি না, জানতে চাইলে মুখপাত্র বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে চার মাস সময় লাগে। প্রক্রিয়া অনুযায়ী হবে।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র

প্রকাশের সময় : 12:52:03 pm, Thursday, 16 January 2025

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

এছাড়া শেখ হাসিনা এখন কোন স্ট্যাটাসে সেখানে আছেন, সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনও মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে, করতে পারে।
ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন।

আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কি না, আমার জানা নেই।
ভারতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে অনুমোদনে দেশটি দেরি করছে কি না, জানতে চাইলে মুখপাত্র বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে চার মাস সময় লাগে। প্রক্রিয়া অনুযায়ী হবে।