নিজেদের প্রযুক্তিতে প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশনের (এসইউপিএআরসিও) তত্ত্বাবধানে স্যাটেলাইটটি তৈরি। স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ইও-১। খবর ডনের।
প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যমটি জানায়, উৎক্ষেপণ করা স্যাটেলাইটটিতে ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সর তথ্য সংগ্রহ ও পৃথিবী ত্বকের ছবি তুলে পাঠাতে পারবে।
এক বিবৃতিতে এসইউপিএআরসিও জানায়, নতুন করে উৎক্ষেপিত স্যাটেলাইটটি পাকিস্তানের সক্ষমতা বাড়াবে। প্রাকৃতিক সম্পদের নিরীক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা এবং কৃষি শিল্পে অবদান রাখবে।
নিজেদের প্রযুক্তিতে পাকিস্তান আরও একধাপ এগিয়ে গেছে জানিয়ে সংস্থাটি বলছে, এই মাইলফলক মহাকাশ অনুসন্ধানে পাকিস্তানের আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের দিক ফুটিয়ে তুলেছে।
এদিকে, নিজেদের প্রযুক্তিতে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণে খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এসইউপিএআরসিও সঠিকপথে রয়েছে। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে এই স্যাটেলাইট।’ দিনটি গোটা পাকিস্তানের জন্য গৌরবের দিন বলেও অভিহিত করেন তিনি।
এর আগে, গত বছরের মে মাসে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়েছিল পাকিস্তান। তবে, সেটি ছিল যোগাযোগব্যবস্থা উন্নতির জন্য। চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ও এসইউপিএআরসিও যৌথভাবে স্যাটেলাইটটি তৈরি করেছিল।