আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করবে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। ইমরানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ রায় দেওয়া হয়েছে বলে দাবি দলটির। তবে সরকার বলছে, এ সাজা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরানের প্রাপ্য ছিল।
এর আগে শুক্রবার ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির অভিযোগে করা ওই মামলায় ইমরান খানকে ১৪ ও বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের একটি আদালত। ইমরানকে ১০ লাখ রুপি ও বুশরাকে ৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে ইমরানকে অতিরিক্ত ছয় মাস এবং বুশরাকে তিন মাস কারাগারে থাকতে হবে।
শুক্রবারের রায়ের পর এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের নেতা ওমর আইয়ুব, শেখ ওয়াক্কাস আকরামসহ অন্যরা প্রতিবাদ জানিয়ে বলেন, ইমরান খান ও বুশরা বিবি নিরপরাধ। রাজনীতির শিকার হয়েছেন ইমরান। আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। এ প্রক্রিয়া কয়েক দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন দলটির অন্তর্বর্তী চেয়ারম্যান গহর আলী খান।
এদিকে আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার পাঞ্জাব প্রদেশের ওকারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ বলেন, চুরি করার সময় হাতেনাতে ধরা পড়া ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তিনি (ইমরান)।