ক্রিকেটে প্রতিপক্ষের ব্যাটারদের তাতিয়ে দিতে কৌশল হিসেবে স্লেজিং করতে দেখা যায় প্রায়শই। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন মাঠের এসব স্লেজিং কিংবা ক্রিকেটারদের কথোপকথনও শোনা যায়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। হয় হাস্যরস। কখনো কখনো তো সেসব কথা সমালোচনার কারণও হয়ে উঠে। মাঠের স্লেজিং দিয়ে এবার মুলতান টেস্টে সংবাদের শিরোনাম হতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ঘটনা। নোমান আলীর বলে ষষ্ঠ উইকেটের পতন। উইকেটে আসছেন কেভিন সিনক্লেয়ার। উইকেটের পেছনে দাঁড়ানো পাকিস্তানের তারকা রিজওয়ান তাকে স্বাগত জানালেন এই বলে- ‘হ্যাঁ ভাই, কবরস্থানে আসুন। আপনি বোলিং উপভোগ করেছেন, তাই না ভাই’
ক্যারিবীয় এই বোলারকে ব্যাটিংয়ের সময় এভাবেই তাতিয়ে দেন রিজওয়ান। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুলতানের পিচকে কবরস্থানের সঙ্গে তুলনা করেছেন রিজওয়ান। বিষয়টি নিয়েও হচ্ছে হাস্যরস। অবশ্য খুব যে ভুল বলেছেন তাও নয়।
মুলতানের পিচ ব্যাটারদের জন্য কবরস্থানেই পরিণত হয়েছে। প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। যার জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৩৭ রানে। যেখানে সিনক্লেয়ার আউট হয়েছেন ১১ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট ১৫৭ রানে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা ২৫১ রানের। যার জবাবেই এখন ব্যাট করছে ক্যারিবীয়রা। আর এরই মধ্যে দলটি ৯৫ রানে হারিয়েছে ৫ উইকেট।