Sylhet 12:45 pm, Wednesday, 22 January 2025

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পরিস্থিতি শান্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিষণগঞ্জের সীমান্তে আজ রোববার সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। উৎসুক জনতা সেখানে ভিড় করার চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। দুই দেশের মানুষের পায়ের চাপায় ওই এলাকায় অন্তত সাত বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

আজ সকাল ১০টা দিকে কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মধ্যবর্তী কালীগঞ্জ মৌজায় গিয়ে দেখা যায় উৎসুক জনতা ভিড় করছেন। বিজিবি সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। তবে কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে যেতে দেওয়া হয়।

সেখানে দায়িত্বরত কয়েকজন বিজিবি সদস্য বলেন, এ এলাকায় গতকাল দুই দেশের উত্তেজিত জনতা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়েছিল। তাই অতিরিক্ত জনবল নিয়ে তাঁরা সতর্ক অবস্থায় সীমান্ত পাহারা দিচ্ছেন।

কালীগঞ্জ বড়বাজার গ্রামের বেলাল উদ্দীন (৭৫) তাঁর ক্ষতিগ্রস্ত ভুট্টাখেত দেখতে যাচ্ছিলেন। কিন্তু বিজিবি সদস্যরা তাঁকে ফিরিয়ে দেন। বেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘হামার ১৫ কাঠার ভুট্টার ভুঁই গোটা টাই লষ্ট কর্যা দিয়াছে ইন্ডিয়ার লোক। ভুঁইয় কেবল মোচা ফুটতে ল্যাগাছিল।’

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পরিস্থিতি শান্ত

প্রকাশের সময় : 10:18:44 am, Sunday, 19 January 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিষণগঞ্জের সীমান্তে আজ রোববার সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। উৎসুক জনতা সেখানে ভিড় করার চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। দুই দেশের মানুষের পায়ের চাপায় ওই এলাকায় অন্তত সাত বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

আজ সকাল ১০টা দিকে কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মধ্যবর্তী কালীগঞ্জ মৌজায় গিয়ে দেখা যায় উৎসুক জনতা ভিড় করছেন। বিজিবি সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। তবে কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে যেতে দেওয়া হয়।

সেখানে দায়িত্বরত কয়েকজন বিজিবি সদস্য বলেন, এ এলাকায় গতকাল দুই দেশের উত্তেজিত জনতা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়েছিল। তাই অতিরিক্ত জনবল নিয়ে তাঁরা সতর্ক অবস্থায় সীমান্ত পাহারা দিচ্ছেন।

কালীগঞ্জ বড়বাজার গ্রামের বেলাল উদ্দীন (৭৫) তাঁর ক্ষতিগ্রস্ত ভুট্টাখেত দেখতে যাচ্ছিলেন। কিন্তু বিজিবি সদস্যরা তাঁকে ফিরিয়ে দেন। বেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘হামার ১৫ কাঠার ভুট্টার ভুঁই গোটা টাই লষ্ট কর্যা দিয়াছে ইন্ডিয়ার লোক। ভুঁইয় কেবল মোচা ফুটতে ল্যাগাছিল।’