পলিথিনের বিরুদ্ধে সরকার আরো কঠোর হবে বলে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উৎপাদন এবং মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার বন্ধে বাধা আসলে তা প্রতিহত করা হবে।
রোববার দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পলিথিন বন্ধে কারখানা কেন্দ্রিক বড় অভিযান শুরু হবে শিগ্রই। সব সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে পাশাপাশি সচেতন হবে জনগণকেও।
চট্টগ্রামে পাহাড় কাটা নিয়েও ক্ষোভ জানান তিনি। উপদেষ্টা রিজওয়ানা বলেন, পাহাড় কাটা নিয়ে ইদুর বিড়াল খেলা বন্ধ করতে হবে। পাহাড় কাটার ব্যাপারে জবাব চাইলে প্রশাসন থেকে জানানো হয় গভির রাতে পাহাড় কাটা হয়েছে। প্রশাসনে কাজ করতে হলে দিন রাত ২৪ ঘণ্টায় সজাগ থাকতে হবে। পাহাড় কাটার সময় শ্রমিককে গ্রেপ্তার না করে সরাসরি মালিককে গ্রেফতারের পরামর্শও দেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। এরপর উপদেষ্টা পলিথিন মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের কাজীরদেউরী কাঁচা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করেন।