বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত পিসিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং (CPFC) প্রোগ্রামে জানুয়ারি–জুন ২০২৫ সিমেস্টারে (২৫২ টার্ম) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ছয় মাস মেয়াদি সার্টিফিকেট প্রোগ্রাম শুরুর সম্ভাব্য তারিখ জানুয়ারির শেষ দিন।
আরও পড়ুন
আবেদনের পদ্ধতি: প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSPAS -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। আসনসংখ্যা (প্রতি স্টাডি সেন্টার): ৫০টি।
স্টাডি সেন্টার: যুব প্রশিক্ষণ কেন্দ্র (ময়মনসিংহ; বগুড়া; লিংক রোড, কক্সবাজার ও সোনাডাঙ্গা, খুলনা)। আবেদনসহ মোট ভর্তি ফি: ১০০+৩১৭০=৩২৭০ টাকা। এ ছাড়া আনুষঙ্গিক চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd