যশোরের বেনাপোল সীমান্তে ৩০ হাজার আমেরিকান ডলারসহ বাংলাদেশে অনুপ্রবেশকালে বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।
রোববার যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় সীমান্তের শাহজাদপুর, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালানো হয়। শাহজাদপুরে একজন পাচারকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা ধাওয়া দেয়।
এতে লোকটি গামছা ফেলে ভারতের নদীতে ঝাঁপ দেয় এবং সেদিকে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া গামছার মধ্যে থাকা ৩০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়।
অন্যদিকে বেনাপোল আমড়াখালী ও আইসিপি চেকপোস্ট থেকে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ওষুধ, পান মসলা, সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।