Sylhet 12:57 pm, Wednesday, 22 January 2025

সাইফের ওপর হামলাকারী পাঁচদিনের রিমান্ডে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর চালানো হামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) মুম্বাইয়ের একটি আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।

মুম্বাইয়ের থানে এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের কয়েক ঘণ্টা বাদেই শরিফুলকে আদালতে তোলা হয়। আদালতকে ‍পুলিশ জানায়, শরিফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কারা তাকে এ কাজে সাহায্য করেছে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এ জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আদালতকে পুলিশ বলছে, তাদের সন্দেহ হামলার সময় পরিধান করা কাপড় লুকিয়ে রেখেছে শরিফুল। কারণ সেসব কাপড়ে রক্তের দাগ থাকতে পারে। মামলার জন্য সেই কাপড় উদ্ধার অতীব জরুরি।

পাবলিক প্রসিকিউটার বলেন, হামলাকারী বুঝতে পারেনি বান্দ্রার ওই এলাকাটির নিরাপত্তা বেশি। কারণ, সেখানে সাইফ বাদেও অনেক অভিনেতা-অভিনেত্রী পরিবার নিয়ে থাকেন। পরিকল্পনা করেই ওই ব্যক্তি সব করেছে।

শরিফুলের আইনজীবী দিনেশ প্রজাপতি গণমাধ্যমকে বলেন, আমার মক্কেলের কাছ থেকে হামলার কোনো আলামত উদ্ধার করতে পারেনি। তিনি যে বাংলাদেশি সে জন্যও তারা কোনো তথ্য আদালতে জমা দেননি।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সাইফের ওপর হামলাকারী পাঁচদিনের রিমান্ডে

প্রকাশের সময় : 12:07:26 pm, Sunday, 19 January 2025

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর চালানো হামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) মুম্বাইয়ের একটি আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।

মুম্বাইয়ের থানে এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের কয়েক ঘণ্টা বাদেই শরিফুলকে আদালতে তোলা হয়। আদালতকে ‍পুলিশ জানায়, শরিফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কারা তাকে এ কাজে সাহায্য করেছে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এ জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আদালতকে পুলিশ বলছে, তাদের সন্দেহ হামলার সময় পরিধান করা কাপড় লুকিয়ে রেখেছে শরিফুল। কারণ সেসব কাপড়ে রক্তের দাগ থাকতে পারে। মামলার জন্য সেই কাপড় উদ্ধার অতীব জরুরি।

পাবলিক প্রসিকিউটার বলেন, হামলাকারী বুঝতে পারেনি বান্দ্রার ওই এলাকাটির নিরাপত্তা বেশি। কারণ, সেখানে সাইফ বাদেও অনেক অভিনেতা-অভিনেত্রী পরিবার নিয়ে থাকেন। পরিকল্পনা করেই ওই ব্যক্তি সব করেছে।

শরিফুলের আইনজীবী দিনেশ প্রজাপতি গণমাধ্যমকে বলেন, আমার মক্কেলের কাছ থেকে হামলার কোনো আলামত উদ্ধার করতে পারেনি। তিনি যে বাংলাদেশি সে জন্যও তারা কোনো তথ্য আদালতে জমা দেননি।