স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবদুল আজিজ বলেছেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা প্রদান নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন এবং তাদের জীবনমান উন্নত করা। স্ট্যান্ডার্ড ব্যাংক গোয়ালাবাজার কৃষিশাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকরা উন্নত ও আধুনিক ব্যাংকিং সুবিধা সহজেই পাবেন।
আমাদের নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করার মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছে আসতে পারবো। তিনি আরো বলেন, একটি কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষিখাতকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শাখার মাধ্যমে এলাকার মানুষের ব্যাংকিং সুবিধা আরও সহজ এবং দ্রুতগামী হবে। এলাকার ছোট-বড় ব্যবসায়ী ও কৃষকরা আরও সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। এটি স্থানীয় উন্নয়নের পথ প্রশস্ত করবে।
অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি‘আহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর সিলেট জেলার গোয়ালাবাজার এসএমই/কৃষিশাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের গোয়ালাবাজার শাখার শাখা প্রধান সদানন্দ দেবনাথ।
অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন রিপন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম শেখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স (২য় ও ৩য় তলা), হোল্ডিং নং.- ১১৭৪, ওসমানী নগরে কার্যক্রম শুরু করেছে