পার্শ্ববর্তী দেশ ভারত ফ্যাসিবাদের সেইফ হোম আর দিল্লি যেন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নিম গাছের চারা রোপণ কর্মসূচি’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরে মল চত্বরে নিম চারা রোপণ করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ (কৃষিবিদ) এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
বক্তব্য প্রদানকালে রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা থাকলেও ন্যূনতম একটি ঐক্য প্রয়োজন। সেই ঐক্য না থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান খুব বেশি কঠিন হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে তাদের নানা ধরনের চক্রান্ত অব্যাহত রেখেছে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে এটিকে মোকাবেলা করতে হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতির আগের যে আনন্দ সেটি শেখ হাসিনার সময়ে হারিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে রূপ নিয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি নাই-এটা যে কত আনন্দের তা বলার অপেক্ষা রাখে না।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বনায়ন কর্মসূচি সম্পর্কে এসময় রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী ব্যাপকভাবে বনায়ন কর্মসূচি পালন করেছেন। পরবর্তী সময়ে তাঁর সহধর্মিণী ও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এই বনায়ন কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।