আজ সকালে ১০:৩০ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলা বিপ্লবী চত্বরে মানববন্ধ করেন ছাত্র জনতা। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান ’র বিরুদ্ধে জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক মহা সড়ক ঘেঁষে কাটা তারের বেড়া নির্মাণের বিরুদ্দে ছাত্র জনতার মানববন্ধ হয়।
এতে উপস্থিত থাকেন বিশ্বম্ভপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যরা ও সাধারণ জনগণ।
জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক মহা সড়ক ঘেঁষে কাটা তারের বেড়া নির্মাণ অপরিকল্পিত উন্নয়ন বলে তারা দাবি করেন। এ কাজের কারনে বিশ্বম্ভপুর বাসির জন্য একটি বিপদজনক নির্মান কাজ হচ্ছে বলে তারা দাবি করেন।
[video width="848" height="480" mp4="https://sylhetjournal.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Video-2025-01-20-at-3.50.32-PM.mp4"][/video]
মানববন্ধনের ভিডিও চিত্র
এবং তারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনে এবং স্বৈরাচারের ধূসর বলে দাবি করেন এবং তারা তার অপসারণ দাবি করেন।