স্বৈরাচার সরকারের আমল থেকেই বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজুর রহমান মফিজ সাহেব নানান দূর্নীতির সংগে জড়িত,
যেমন, ইন্ডিয়ান অবৈধ চোরাকারবারদের কাছ থেকে টাকা খেয়ে প্রকাশ্য দিবালোকে অবৈধ মালামাল আমদানি করেছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার নান্দনিক স্থাপনাগুলোকে গলাটিপে হত্যা করতেছেন…
যেই হাওর বিলাশে মানুষ ভীড় জমাতো সেই হাওর বিলাশকে রোহিঙ্গা ক্যাম্পে পরিণত করেছেন।
উপজেলার অন্যতম খরচার হাওরের বেড়িবাঁধে তুলনামূলক মাটি বাঁধাই করছেন না।
এবং গত ৪-৫ ই আগষ্ট আওয়ামী সন্ত্রাস বাহিনী এবং পুলিশ বাহিনীর পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষে মহড়া দিয়েছেন!
এবং উপজেলার প্রাণকেন্দ্র তাহিরপুর যাওয়ার একমাত্র রাস্তার পাশের ফুটপাতে তারকাঁটা বেড়া স্থাপন করেছেন, এতে বিশ্বম্ভরপুর বাসীর ক্ষতি অনিবার্য। যেমন যেকোনো সময় এক্সিডেন হতে পারে।
তারকাঁটা বেড়া স্থাপন না করার জন্য আবেদন জানিয়ে গত ১৮ ই জানুয়ারি ছাত্রজনতা মফিজ সাহেবের দ্বারপ্রান্তে যায়, তখন তিনি ছাত্রজনতার উপর অমানবিক আচরণ করেন এবং নানার জেরা করেন।
উক্ত বিষয়গুলোর প্রতিবাদে ছাত্র জনতা মফিজুর রহমান মফিজ সাহেবর অপসরণের দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধনের ভিডিও চিত্র