Sylhet 7:43 am, Wednesday, 22 January 2025

২৩ জানুয়ারি শুরু মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

আয়োজক সংগঠনের সেক্রেটারি জেনারেল আমি চয়ন দাস জানান, সবুজ আগামী: অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্য প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (এমইউমুনা) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

সম্মেলনে নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন, ইকোনোমি এন্ড ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিল ও স্পেশাল কমিটি ফর ডেফরমেশন অ্যাকশন প্ল্যান নামে সাতটি কমিটিতে ভাগ হয়ে আলোচনা হবে।

 

এই সাতটি কমিটিতে সারাদেশে ১৮১ জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে। এরমধ্যে  সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং উনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, স্কলার্সহোম সহ আরো বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা আসবেন। তাছাড়া সিলেটের বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে।

 

কনফারেন্সের মূল বক্তা হিসেবে থাকছেন ইউএনআইডিও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিকুর রহমান।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

২৩ জানুয়ারি শুরু মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

প্রকাশের সময় : 02:13:19 pm, Monday, 20 January 2025

আয়োজক সংগঠনের সেক্রেটারি জেনারেল আমি চয়ন দাস জানান, সবুজ আগামী: অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্য প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (এমইউমুনা) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

সম্মেলনে নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন, ইকোনোমি এন্ড ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিল ও স্পেশাল কমিটি ফর ডেফরমেশন অ্যাকশন প্ল্যান নামে সাতটি কমিটিতে ভাগ হয়ে আলোচনা হবে।

 

এই সাতটি কমিটিতে সারাদেশে ১৮১ জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে। এরমধ্যে  সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং উনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, স্কলার্সহোম সহ আরো বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা আসবেন। তাছাড়া সিলেটের বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে।

 

কনফারেন্সের মূল বক্তা হিসেবে থাকছেন ইউএনআইডিও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিকুর রহমান।