Sylhet 2:08 pm, Tuesday, 21 January 2025

জুলাইয়ের দেয়ালচিত্র

ছাত্র-জনতার সম্মিলিত বৈষম্যবিরোধী জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকার সমূলে উচ্ছেদ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এসব কারণে আমাদের জাতীয় জীবনে জুলাই ‍বিপ্লবের মূল্য অপরিসীম। এই বিপ্লব সফল করতে গিয়ে হাসিনা সরকারের পুলিশ ও অন্যান্য বাহিনীর গুলিতে নির্মমভাবে মারা গেছেন কয়েকশ মানুষ। তারা দেশবাসীর কাছে শহীদের সম্মান পেয়েছেন।

শুধু রাস্তায় মিছিল করে প্রতিবাদ নয়, প্রত্যেকটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এই ‍বিপ্লবে শরিক হয়েছেন, সফলতার সঙ্গে অবদান রেখেছেন। দক্ষ ও অদক্ষ আঁকিয়েরাও জুলাই ‍বিপ্লবে পেছনে পড়ে থাকেননি। তারা শহর ও গ্রামগঞ্জের প্রতিটি দেয়ালে ও রাজপথের বুকে ছবি (গ্রাফিতি) এঁকে ভরে তুলেছেন। সেসব গ্রাফিতি ও দেয়ালচিত্রে জীবন্ত হয়ে উঠেছে স্বৈরাচারী সরকারের প্রতি দেশবাসীর তীব্র ঘৃণা ও দুর্বার প্রতিবাদ। এসব দেয়ালচিত্র আমাদের শুধু মুগ্ধই করেনি, গর্বিতও করেছে।

শৌখিন আলোকচিত্র শিল্পী মনজুর হোসেন এসব দেয়াল ও পথচিত্রকে নিয়ে তৈরি করেছেন একটি অ্যালবাম। মহামূল্যবান এই অ্যালবামটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বুয়েট, সিাটি কলেজ, আইডিয়াল কলেজ, সায়েন্স ল্যাব, গ্রিন রোড, সাত মসজিদ রোড, গণভবন স্কুল, আগারগাঁও মেট্রো স্টেশন, বিজয় সরণি, জাপান গার্ডেন, শ্যামলী শিশুমেলা, যাত্রাবাড়ীসহ আরও বহু স্থান থেকে চিত্র নেওয়া হয়েছে।

১৬০ পৃষ্ঠার চাররঙা এই অ্যালবামটিতে পাঁচ শতাধিক ছবি সংযোজন করা হয়েছে। প্রচ্ছদে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম গেটসংলগ্ন দেয়ালে আঁকা চিত্র ব্যবহার করা হয়েছে। অ্যালবামটির মূল্য রাখা হয়েছে তিন হাজার টাকা। নিঃসন্দেহে এটি পাঠাগার ও নিজ সংগ্রহে রাখার মতো একটি স্মৃতিসমৃদ্ধ অ্যালবাম।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

জুলাইয়ের দেয়ালচিত্র

প্রকাশের সময় : 06:23:24 am, Tuesday, 21 January 2025

ছাত্র-জনতার সম্মিলিত বৈষম্যবিরোধী জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকার সমূলে উচ্ছেদ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এসব কারণে আমাদের জাতীয় জীবনে জুলাই ‍বিপ্লবের মূল্য অপরিসীম। এই বিপ্লব সফল করতে গিয়ে হাসিনা সরকারের পুলিশ ও অন্যান্য বাহিনীর গুলিতে নির্মমভাবে মারা গেছেন কয়েকশ মানুষ। তারা দেশবাসীর কাছে শহীদের সম্মান পেয়েছেন।

শুধু রাস্তায় মিছিল করে প্রতিবাদ নয়, প্রত্যেকটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এই ‍বিপ্লবে শরিক হয়েছেন, সফলতার সঙ্গে অবদান রেখেছেন। দক্ষ ও অদক্ষ আঁকিয়েরাও জুলাই ‍বিপ্লবে পেছনে পড়ে থাকেননি। তারা শহর ও গ্রামগঞ্জের প্রতিটি দেয়ালে ও রাজপথের বুকে ছবি (গ্রাফিতি) এঁকে ভরে তুলেছেন। সেসব গ্রাফিতি ও দেয়ালচিত্রে জীবন্ত হয়ে উঠেছে স্বৈরাচারী সরকারের প্রতি দেশবাসীর তীব্র ঘৃণা ও দুর্বার প্রতিবাদ। এসব দেয়ালচিত্র আমাদের শুধু মুগ্ধই করেনি, গর্বিতও করেছে।

শৌখিন আলোকচিত্র শিল্পী মনজুর হোসেন এসব দেয়াল ও পথচিত্রকে নিয়ে তৈরি করেছেন একটি অ্যালবাম। মহামূল্যবান এই অ্যালবামটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বুয়েট, সিাটি কলেজ, আইডিয়াল কলেজ, সায়েন্স ল্যাব, গ্রিন রোড, সাত মসজিদ রোড, গণভবন স্কুল, আগারগাঁও মেট্রো স্টেশন, বিজয় সরণি, জাপান গার্ডেন, শ্যামলী শিশুমেলা, যাত্রাবাড়ীসহ আরও বহু স্থান থেকে চিত্র নেওয়া হয়েছে।

১৬০ পৃষ্ঠার চাররঙা এই অ্যালবামটিতে পাঁচ শতাধিক ছবি সংযোজন করা হয়েছে। প্রচ্ছদে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম গেটসংলগ্ন দেয়ালে আঁকা চিত্র ব্যবহার করা হয়েছে। অ্যালবামটির মূল্য রাখা হয়েছে তিন হাজার টাকা। নিঃসন্দেহে এটি পাঠাগার ও নিজ সংগ্রহে রাখার মতো একটি স্মৃতিসমৃদ্ধ অ্যালবাম।