বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা। মঙ্গলবার (২১ জানুয়ারি) মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদের মতো তিন জায়ান্ট।
বার্সার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। লিভারপুল মাঠে নামবে লিলের বিপক্ষে। অন্যদিকে অ্যাতলেটিকোর প্রতিপক্ষ লেভারকুজেন। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।
এবারের চ্যাম্পিয়নস লিগে দাপট দেখাচ্ছে লিভারপুল ও বার্সা। প্রথম ছয় রাউন্ডের খেলা শেষে টেবিলের শীর্ষে আছে রেডরা। শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। দুইয়ে অবস্থান করছে বার্সা। পাঁচ জয় পাওয়া কাতালানদের নামের পাশে আছে ১৫ পয়েন্ট। হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সা। সে ফর্ম চ্যাম্পিয়নস লিগেও ধরে রেখেছে দলটি।
লম্বা সময় ধরে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোনো সফলতা নেই বার্সার। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের পর আর ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা আসরের শিরোপা জেতেনি। যদিও এবার দারুণ পারফরম্যান্সে আশা দেখাচ্ছে তারা।
গত ২০ সেপ্টেম্বর মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে বার্সা। এরপর ঘুরে দাঁড়িয়ে একে একে ইয়ং বয়েজ, বায়ার্ন মিউনিখ, ক্রেভেনা জেভেজা, ব্রেস্ট ও বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় তুলে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ইতোমধ্যে লিভারপুলের পর দ্বিতীয় দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে কাতালানরা।
লিভারপুল-বার্সার দাপটের বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে টেবিলের ২০ নম্বরে অবস্থান করছে ম্যান ইন হোয়াইটরা। আট পয়েন্ট নিয়ে ২২ এ অবস্থান সিটিজেনদের। এক পয়েন্ট কম পাওয়া পিএসজির অবস্থান ২৫ এ। বর্তমান অবস্থা থেকে তাই সরাসরি শেষ ষোলতে জায়গা করে নেওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে এই তিন দলের জন্য।