Sylhet 1:59 pm, Tuesday, 21 January 2025

র‌্যাবের হাতে ডা কা ত সর্দার লাল মিয়া গ্রে প্তা র

র‌্যাব-৯ এর অধিনস্থ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জের বাহুবল থেকে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত পৌণে ৮টায় বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে লাল মিয়া নামের ওই ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৮ জানুয়ারি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্টের পর বিগত সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেশে ডাকাতি বৃদ্ধি পায়। এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

র‌্যাবের হাতে ডা কা ত সর্দার লাল মিয়া গ্রে প্তা র

প্রকাশের সময় : 07:41:50 am, Tuesday, 21 January 2025

র‌্যাব-৯ এর অধিনস্থ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জের বাহুবল থেকে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত পৌণে ৮টায় বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে লাল মিয়া নামের ওই ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৮ জানুয়ারি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্টের পর বিগত সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেশে ডাকাতি বৃদ্ধি পায়। এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।