Sylhet 11:35 am, Wednesday, 22 January 2025

এমসি কলেজে নবীনবরণ, বিদায় ও ভলিবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে বাংলা বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের ৫১০১নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল ১৮৯২ সাল থেকে মুরারিচাঁদ কলেজ সিলেটের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বাংলা বিভাগ সাহিত্যচর্চা ও বাংলা ভাষার প্রসারে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বাংলা বিভাগ শুধু শ্রেণীকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিভিন্ন সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এই নবীনবরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

অনুষ্ঠানসূচিতে রয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ, মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা। বাংলা বিভাগের এই উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী সকলের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর ড. সাহেদা আখতার, অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: বেলাল উদ্দিন।

বাংলা বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী তিলোত্তমা নাথ তন্বির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসেন বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো: বদরুল আলম ও গীতা থেকে পাঠ করেন বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ মো: নজরুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহরাব আহমেদ, মুরারিচাঁদ কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুসান্না।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: সেলিম আহমেদ, খন্দকার, অলিউর রহমান অলি, মাজিদুল হক, মাস্টার্স শেষপর্বের বিদায়ী শিক্ষার্থী আব্দুস সালাম আজাদ।

 

নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদী হাসান তানিম। তার বক্তব্যে তিনি উগ্র-রাজনীতিমুক্ত ডিপার্টমেন্টের আশা ব্যক্ত করেন এবং বাংলা ক্লাব পুনরুদ্ধারের জন্য ডিপার্টমেন্টের বড়দের প্রতি আবেদন জানান ।

প্রধান অতিথি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ পড়াশোনার গুরুত্ব এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এর প্রয়োজনীয়তা নিয়ে তিনি কথা বলেন। এসময় তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন। তিনি বলেন “এমসি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, একটি গর্ব। এখানে তোমরা শুধু পাঠ্যপুস্তকই পড়বে না, জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করবে।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে একত্র করলে তার মূল বিষয়গুলো হচ্ছে-শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করা, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা, নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানানো এবং তাদের শিক্ষাজীবনের জন্য উৎসাহিত করা, বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো, ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা। তাছাড়া নতুন শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক, অন্যান্য শিক্ষার্থী এবং কলেজের পরিবেশের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে । মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সমাপ্ত করেছে। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয় এবং বিভাগের সাথে তাদের স্মৃতিচারণ করা হয়েছে এবং আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় বাংলা বিভাগের চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে।

অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, নাটক, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর মতো সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এই পরিবেশনাগুলি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাহায্য করার পাশাপাশি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ।

অনুষ্ঠানটি বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি করেছে। আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা যেমন তাদের নতুন শিক্ষাজীবন শুরু করার অনুপ্রেরণা পাবে, তেমনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবনের পথে আরও একধাপ এগিয়ে যাবে। এছাড়াও, ভলিবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠানে নতুন উৎসাহ যোগাবে।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

সিলেটে সিএনজি অটোরিকশা চো র চক্রে তিন সদস্য গ্রে ফ তা র

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

এমসি কলেজে নবীনবরণ, বিদায় ও ভলিবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা

প্রকাশের সময় : 08:46:51 am, Wednesday, 22 January 2025

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে বাংলা বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের ৫১০১নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল ১৮৯২ সাল থেকে মুরারিচাঁদ কলেজ সিলেটের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বাংলা বিভাগ সাহিত্যচর্চা ও বাংলা ভাষার প্রসারে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বাংলা বিভাগ শুধু শ্রেণীকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিভিন্ন সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এই নবীনবরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

অনুষ্ঠানসূচিতে রয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ, মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা। বাংলা বিভাগের এই উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী সকলের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর ড. সাহেদা আখতার, অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: বেলাল উদ্দিন।

বাংলা বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী তিলোত্তমা নাথ তন্বির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসেন বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো: বদরুল আলম ও গীতা থেকে পাঠ করেন বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ মো: নজরুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহরাব আহমেদ, মুরারিচাঁদ কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুসান্না।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: সেলিম আহমেদ, খন্দকার, অলিউর রহমান অলি, মাজিদুল হক, মাস্টার্স শেষপর্বের বিদায়ী শিক্ষার্থী আব্দুস সালাম আজাদ।

 

নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদী হাসান তানিম। তার বক্তব্যে তিনি উগ্র-রাজনীতিমুক্ত ডিপার্টমেন্টের আশা ব্যক্ত করেন এবং বাংলা ক্লাব পুনরুদ্ধারের জন্য ডিপার্টমেন্টের বড়দের প্রতি আবেদন জানান ।

প্রধান অতিথি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ পড়াশোনার গুরুত্ব এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এর প্রয়োজনীয়তা নিয়ে তিনি কথা বলেন। এসময় তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন। তিনি বলেন “এমসি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, একটি গর্ব। এখানে তোমরা শুধু পাঠ্যপুস্তকই পড়বে না, জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করবে।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে একত্র করলে তার মূল বিষয়গুলো হচ্ছে-শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করা, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা, নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানানো এবং তাদের শিক্ষাজীবনের জন্য উৎসাহিত করা, বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো, ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা। তাছাড়া নতুন শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক, অন্যান্য শিক্ষার্থী এবং কলেজের পরিবেশের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে । মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সমাপ্ত করেছে। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয় এবং বিভাগের সাথে তাদের স্মৃতিচারণ করা হয়েছে এবং আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় বাংলা বিভাগের চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে।

অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, নাটক, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর মতো সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এই পরিবেশনাগুলি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাহায্য করার পাশাপাশি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ।

অনুষ্ঠানটি বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি করেছে। আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা যেমন তাদের নতুন শিক্ষাজীবন শুরু করার অনুপ্রেরণা পাবে, তেমনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবনের পথে আরও একধাপ এগিয়ে যাবে। এছাড়াও, ভলিবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠানে নতুন উৎসাহ যোগাবে।