Sylhet 9:56 am, Wednesday, 22 January 2025

মেঘালয় থেকে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে ২১ থেকে ২২ জানুয়ারি দুদিনে সুনামগঞ্জের বাংলাবাজার, সিলেটের উৎমা, দমদমিয়া, প্রতাবপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর,সোনারহাট,ডিবির হাওর বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।
গবাদিপশু (গরু-মহিষ), চিনি, কমলা, চকলেট, আইবল ক্যান্ডি, ফুচকা,সাবান,জিরা,সানগ্লাস,আনারসের চারা,ভারতের মেঘালয়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ,চোরাচালানের মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভটেকার জব্দ করে। জব্দকৃত মালামালের মূর‌্য প্রায় ৮৯ লাখ ৪২ হাজার ৬৫০টাকা।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মেঘালয় থেকে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ

প্রকাশের সময় : 07:20:57 am, Wednesday, 22 January 2025

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে ২১ থেকে ২২ জানুয়ারি দুদিনে সুনামগঞ্জের বাংলাবাজার, সিলেটের উৎমা, দমদমিয়া, প্রতাবপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর,সোনারহাট,ডিবির হাওর বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।
গবাদিপশু (গরু-মহিষ), চিনি, কমলা, চকলেট, আইবল ক্যান্ডি, ফুচকা,সাবান,জিরা,সানগ্লাস,আনারসের চারা,ভারতের মেঘালয়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ,চোরাচালানের মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভটেকার জব্দ করে। জব্দকৃত মালামালের মূর‌্য প্রায় ৮৯ লাখ ৪২ হাজার ৬৫০টাকা।