শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দিলাল খান সজিবকে গ্রেফতার করা হয়েছে৷ গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা সজিব উপজেলার বীরগাঁও গ্রামের মৃত আব্দুল বাতিরের ছেলে।
বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা পুলিশের মামলায় সজিবকে এবং একইদিন ফৌজদারি মামলার আরেক আসামী উপজেলার গনিগঞ্জ গ্রামের আবলুছ মিয়ার পুত্র মো. সেলিম(২৪) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।