হাওরাঞ্চলের রাজধানীখ্যাত সুনামগঞ্জের “উন্নয়ন-অন্তরায় ও প্রতিকার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগনের উপস্থিতিতে সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সুনামগঞ্জের “উন্নয়ন-অন্তরায় ও প্রতিকার” শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিতভাবে মতামত তুলে ধরেন উপস্থিতিগন।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বিরোধা রানী রায়সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
এদিকে, জেলা প্রশাসন আয়োজিত উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে।
উল্লেখ্য, জেলা প্রশাসক হিসেবে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া যোগদানের পর থেকে পিছিয়েপড়া হাওরাঞ্চলের এ জনপদে উন্নয়নের লক্ষ্যে একনিষ্ঠ হয়ে নিরলসভাবে কাজ করার জন্য অঘোষিতভাবে ডায়নামিক-আদর্শিক জেলা প্রশাসক হিসেবে তাঁকে বলা হয়ে থাকে।