সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি শাখায় সুদ বিহীন লেনদেন সুবিধা চালু হয়েছে।
২২জানুয়ারী মঙ্গলবার দুপুরে মধ্যনগর সোনালী ব্যাংক শাখায় ইসলামী শরীয়াহ মোতাবেক সকল রকম ব্যাংকিং সেবা সুদবিহীন ভাবে উপভোগের শুভ উদ্বোধন করা হয়, হিসাব চালু করণের মাধ্যমে।
মধ্যনগর উপজেলার সোনালী ব্যাংক শাখায় ইসলামী ব্যাংকিং কার্যক্রম ইসলামী শরীয়াহ মোতাবেক সুদবিহীন সুবিধা বা মুদারাবা'য় প্রথম হিসাব খোলেন মধ্যনগর বাজার জামে(বড়)মসজিদের ইমাম ও খতিব মোঃআবুল হাসান আখঞ্জী।
মধ্যনগর সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার(ম্যানেজার) দীপংকর সরকার গণমাধ্যমকে বলেন,বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি শাখায় অসংখ্য গ্রাহক আসেন সুদ বিহীন ভাবে লেনদেন করতে।তাঁদের জন্য প্রতিটি জেলা শাখায় ইতিপূর্ব এইসুবিধা চালু হয়েছে।আজ মধ্যনগর শাখায় ইসলামী ভাবধারায় নতুন হিসাব খোলার মাধ্যমে জেলার উপজেলা পর্যায়ে মধ্যনগরে প্রথম চালু হলো।উল্লেখ্য "ইসলামী ব্যাংকিং বলতে ইসলামী শরীয়াহ মোতাবেক আর্থিক ব্যবস্থার উপর নির্ভর করে ব্যাংক গড়েওঠা ব্যবস্থাকে বোঝায়।
ইহা এমন এক ধরনের আর্থিক কাঠামো যা তার উদ্দেশ্য মূলনীতি এবং কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরীয়াহ নীতিমালা মেনে চলে এবং এর সকল কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করে।"তাই আসুন ইসলাম শরীয়াহ মোতাবেক বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি শাখায় ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহন করি ও অন্যকে সুদবিহীন হিসাব খোলায় উদ্বুদ্ধ করি।