Sylhet 9:55 am, Wednesday, 22 January 2025

হত্যা মামলায় মেয়র আতিকসহ চারজন রিমান্ডে

হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে তিন দিন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

মোহাম্মদপুর থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেওয়ার পর ডাক্তার ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

এদিকে রাজধানীর হাজারীবাগ, মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

হত্যা মামলায় মেয়র আতিকসহ চারজন রিমান্ডে

প্রকাশের সময় : 07:11:29 am, Wednesday, 22 January 2025

হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে তিন দিন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

মোহাম্মদপুর থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেওয়ার পর ডাক্তার ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

এদিকে রাজধানীর হাজারীবাগ, মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান।