রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেপ্তার

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আব্দুল কাহার(৩০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই লুৎফুর রহমান এর নেতৃত্বে অত্র থানার এসআই রিফাত সিকদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার এবং এএসআই আব্দুল কাইয়ুম সহ একদল পুলিশ ১৯শে এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নাদামপুর গ্রাম নিবাসী মোঃ জামাল মিয়ার ছেলে সিলেট কোতোয়ালী থানার মামলায় সিআর-৬৮০/২৪ এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আব্দুল কাহার(৩০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২০শে এপ্রিল রোজ রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।