তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযান যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার

তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করে গোলাম কাদির সুজন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত গোলাম কাদির সুজন সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে এবং উপজেলা যুবলীগ নেতা ও জেলা মৎসজীবীলীগের সদস্য। মঙ্গলবার (২২এপ্রিল) রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় দায়েরি একটি নাশকতা মামলায় গোলাম কাদির সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামী সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন,সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।