মধ্যনগর মহিষখলা সুনামগঞ্জ যাওয়ার মূল সড়কের বেল দশা

মধ্যনগর মহিষখলা সুনামগঞ্জ যাওয়ার মূল সড়কের বেল দশা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজার থেকে সুনামগঞ্জ যাওয়ার যে মূল সড়কটি রয়েছে সামান্য বৃষ্টি হলেই জনসাধারণের চলাফেরা করা কষ্টকর হয়ে ওঠেছে,। তাই সাধারণ মানুষের দাবি দ্রুত তারাতাড়ি রাস্তার কাজ যেন বাস্তবায়ন হয়। মহিষখলা থেকে সুনামগঞ্জ যাওয়ার যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে কয়েকটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা ওদাখিল মাদ্রাসা ও মহিষখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাওয়া আসার একমাত্র সড়ক।সেই সড়কের বেহাল দশা। ক্রেতা ও বিক্রেতা তাদের মহিষখলা বাজারে আসা দুর্ভোগ কষ্ট কর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় কোন প্রতিনিধির চোখ পড়ছে না এই মূল সড়কের উপর। শুধু নির্বাচন আসলেই হাজারো কাজের প্রতিশ্রুতি। এই অবহেলিত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশী কুন্ডার দুঃখ কষ্ট দেখার মত কেউ কি নেই।