আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বিশ্বম্ভরপুরে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বিশ্বম্ভরপুরে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আজ সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি বিশ্বম্ভরপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামের শ্রমনিতি বাস্তবায়ন করতে হবে করতে হবে ও আরো বিভিন্ন স্লোগান প্রদর্শন করে স্থানীয় টাউন হল চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি

এ সময় বক্তারা বলেন, “শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তাঁরা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকবান্ধব আইন বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ