বিশ্বম্ভরপুরে একজনের লা*শ উ*দ্ধা*র

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউরা গ্রামে ১ জনের লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। ঘটনা স্থলে গিয়ে জানাযায় মৃত ব্যাক্তি মো ছাত্তার মিয়া (৭০) যিনি ছাতারকোনা মমিনবাজার এর মৃত সামসছ উদিনের ছেলে। তিনি কেজাউরা গ্রামের তার প্রথম সংসারে তার ছেলের বাড়িতে বেড়াতে আসে। তার পরদিন তাকে কেজাউরা গ্রামের একটি ধানক্ষেতে মৃত অবস্থায় এলাকা বাসি দেখে বিশ্বম্ভরপুর থানায় জানানো হলে, পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয় পরে লাশ পোষ্টমডেমের জন্যে সুনামগঞ্জ হসপিটালে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে তারা বলে এখনি কিছু বলা যাচ্ছে না। তারা বলে পোষ্টমডেমের পর তদন্ত করে জানানো হবে, এটা আত্মহত্যা নাকি খুন। এ বিষয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে চাইলে তারা কোন কথা বলেনি।