‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ

ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না।

গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক বিবৃতিতে এ কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, ‘কোনো উসকানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।’

দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছেন উল্লেখ করে শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।’