ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক নিউজঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁকে থানা–পুলিশে সোপর্দ করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম শাহরিয়ার হিমেল (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহসম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহরিয়ার চারুকলা বিভাগের আউটডোর ড্রয়িং পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন। জুলাই আন্দোলন ও গত বছরের ৫ আগস্ট–পরবর্তী সময়ে তিনি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা।

জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ওই ব্যক্তিকে থানায় দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছেন। পরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।