মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী ও পরাজিত দু’পক্ষের সংঘর্ষে ৭জন আহত হয়েছে।
উপজেলার দাতিয়াপাড়াস্থ একই গ্রামের দুপক্ষের মধ্যে আজ বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের সমর্থক।উভয় পক্ষের দীর্ঘক্ষনের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নির্বাচন পরবর্তী সময়ে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষে দুদিকে ৭জন আহত হয়।আহরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।