মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
মধ্যনগরে বন্যার্থদের পাশে দাড়িয়েছেন উপজেলার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক ভূঁইয়া।
সুনামগঞ্জে কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আক্রান্ত হয়েছে নবগঠিত মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়ন।
উত্তর বংশীকুন্ডা,দক্ষিণ বংশীকুন্ডা, চামরদানী ও মধ্যনগর সদর ইউনিয়নের একাধিক গ্রামীণ সড়ক,মহাসড়ক কিছু হাটবাজার এবং বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করে।বন্যা আক্রান্ত এলাকায় চরম দূর্যোগ মানবিকদিক বিবেচনায় নৌযোগে বানবাসী মানুষের খোঁজখবর নেন।সাধ্যমতো শুকনো খাবার বিতরণ করছেন উপজেলার প্রথম ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া।
২১জুন শুক্রবার যাবৎ বন্যার্থ জনমানুষের পাশে দাড়িয়ে বলেন,যেহেতু আমরা হাওর পাড়ের সন্তান বন্যার সময় মানসিকভাবে ভেঙ্গে নাপড়ে দূর্যোগ মোকাবেলায় সর্বদাপ্রস্তুত ও স্বচেষ্ট ভুমিকা রাখতেই হবে।তবে হয়তো ক্ষতির পরিমানটা কম হবে।
সফরসঙ্গী হিসেবে সর্বদাই পাশে থেকে সহায়তা করেছেন প্রভাষক মোহাম্মদ রিপন আহমদ,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ,ব্যবসায়ী শমসের আলী,মনোয়ার হোসেন, মর্তুজ আলী,স্বপন মিয়া প্রমুখ।